শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০৪:৩২:০১

ফের হাসপাতালে ভর্তি মোশাররফ করিম

ফের হাসপাতালে ভর্তি মোশাররফ করিম

বিনোদন ডেস্ক: পূবাইলে শুটিং করতে গিয়ে গত ৩০ আগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় নাট্যঅভিনেতা মোশাররফ করিম। দেড় মাসের মাসের মাথায় আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
 
বুধবার মোশাররফ করিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর উত্তরায় একটি বেরসকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী জুঁই করিম। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন মোশাররফ করিম।
 
স্ত্রী জুঁই করিম সাংবাদিকদের জানিয়েছেন, ‌‘মোশাররফ করিমের জণ্ডিস হয়েছে। এছাড়া সুগার বাড়তি রয়েছে। সকালে ডাক্তার চেক আপ করে জানিয়েছেন অবস্থা কিছুটা ভালো এখন। এর আগে বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে হয়েছিল। এবার সে সমস্য নেই। আগেরবার ডাক্তার ১৫ দিন পূর্ণ বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু সপ্তাহ না পেরুতেই আবার শুটিং শুরু করে। যার ফলে অনিয়মের মধ্যে পড়ে গিয়ে আবার ভুগতে হলো। তাই বুধবার থেকেই মোশাররফ করিম হাসপাতালে ভর্তি আছে। এখন আগের চেয়ে অনেকটা ভালো আছে। ডাক্তাররা সর্বক্ষণ তার দেখভাল করছেন।’
 
স্বামী মোশাররফ করিমের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে