বিনোদন ডেস্ক : চলে গেলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জীর বাবা রাম মুখার্জী। রোববার ভোররাতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাম মুখার্জী।
অনেক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৮৪ বছরের এই চিত্র পরিচালক। কী কারণে তার মৃত্যু তা জানা যায়নি। তবে স্বামীর মৃত্যু প্রসঙ্গে কৃষ্ণা মুখার্জী বলেন, 'তার রক্তচার হঠাত্ই কমে যায়। তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।'
১৯৬০ সালে সুনীল দত্ত, জয় মুখার্জি এবং আশা পারেখকে নিয়ে তিনি 'হাম হিন্দুস্তানী' পরিচালনা করেন। তার পরিচালনায় ১৯৬৪ সালে মুক্তি পায় দিলিপ কুমার-বৈজয়ন্তী মালা অভিনীত 'লিডার'।
বাংলা ও হিন্দি মিলিয়ে বেশ কিছু ছবির পরিচালক ছিলেন। মুম্বাইতে তৈরি করেছিলেন ফিল্মালয়া স্টুডিও। রাজা কি আয়েগি বারাত ছবির মধ্যে দিয়ে রানিকে বলিউডে নিয়ে আসেন রাম মুখার্জী।
এমনকী, বাংলা ছবি 'বিয়ের ফুল'-এর হাত ধরেই বাংলা ছবিতেও নিয়ে আসেন রানিকে। এই ছবিতে রানির সঙ্গে দেখা গিয়েছিল প্রসেনজিত্ ও ইন্দ্রাণী হালদারকে।
এমটিনিউজ/এসএস