রবিবার, ২২ অক্টোবর, ২০১৭, ০৬:২৭:০৭

মুভি ডেটে শাহরুখ-কন্যা, কিন্তু সুহানার সঙ্গে এরা কারা?

মুভি ডেটে শাহরুখ-কন্যা, কিন্তু সুহানার সঙ্গে এরা কারা?

বিনোদন ডেস্ক : প্রত্যেকবারের মত এদিনও বাদাশা কন্যা সুহানাকে দেখে ঘনঘন পাপারাজ্জির ক্যামেরার শাটার পড়তে থাকে। এর আগে 'টিউবলাইট'-এর স্ক্রিনিং-এ গিয়ে সুহানাকে ঘিরে ফেলেছিল পাপারাজ্জিরা।  

সেদিনের ওই ঘটনার পর ওভাবে স্টারকিডদের ছবি না তোলার অনুরোধ করেন শাহরুখ। তবে এদিন আর তেমন পরিস্থিতি হয়নি। শনিবার রাতে মুম্বইয়ের জুহুর একটি হলে সিনেমা দেখতে যায় সুহানা, শানায়া ও অনন্যা।

এদিন তিনজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল। সুহানার সঙ্গে শনিবার রাতে মুভি দেখতে গিয়েছিল তার ঘনিষ্ঠ দুই বান্ধবী, যাদের মধ্যে ছিল চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর।

গোটা বলিউড যখন দিওয়ালি সেলিব্রেশনে ব্যস্ত, তখন ফেস্টিভ মুডে রয়েছে স্টার কিডরাও। শনিবার রাতে বন্ধুদের সঙ্গে মুভি ডেটে বেরিয়েছিল শাহরুখ কন্যা সুহানা খান  
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে