সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০২:২৫:৫৭

জানেন ৩ দিনে কত কোটি টাকার ব্যবসা করল আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’?

জানেন ৩ দিনে কত কোটি টাকার ব্যবসা করল আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’?

বিনোদন ডেস্ক : আমির খান মানেই অন্য ধরনের কোনও সিনেমা। যার গল্প মনে থেকে যাবে। ৩ ঘণ্টা পর সিনেমা হল থেকে বেরোলেও বেরিয়ে যাবে না  মাথা থেকে। তিন দিন হল মুক্তি পেয়েছে বলিউডের পারফেকশনিস্ট আমির খানের নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’।

অনেকেরই মনে হয়েছে, এই ছবি ‘তারে জমিন পর’-এর অনুভূতি মনে করিয়ে দিতে পারে। বক্স অফিস কালেকশনে শুরুতে অজয় দেবগনের ‘গোলমাল এগেইন’-র তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও, ব্যবসার দৌড় শুরু করে দিয়েছে ‘সিক্রেট সুপারস্টার’।

এই ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছে জায়রা ওয়াসিম। যাকে আমরা ‘দঙ্গল’ ছবিতে গীতা ফোগটের ছোটবেলার ভূমিকায় দেখেছিলাম। ছবির বক্স অফিস কালেকশন ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন। দেখে নিন ৩ দিনে কত কোটি টাকার ব্যবসা করল এই ছবি।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে