সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০৯:৪১:৫২

প্রসেনজিৎকে কখনোই ভাইফোঁটা দিতে চান না শুভশ্রী, কারণ কী জানেন?

প্রসেনজিৎকে কখনোই ভাইফোঁটা দিতে চান না শুভশ্রী, কারণ কী জানেন?

বিনোদন ডেস্ক : ভাইফোঁটা নিয়ে টালিগঞ্জজুড়েও পালিত হয়েছে নানা অনুষ্ঠান। নিয়ম মাফিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেও আয়োজন ছিল ভাইফোঁটা অনুষ্ঠানের।

সেখানে অনেকে উপস্থিত থাকলেও, প্রসেনজিৎকে ফোঁটা দিতে একদমই নারাজ টলিউড অভিনেত্রী শুভশ্রী।

শুভশ্রী এমনই এক বক্তব্য় বছর খানেক আগে রেখেছিলেন প্রসেনজিতের বিষয়ে। সে সময়ে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মজার ছলে শুভশ্রী জানান, ছোটবেলায় তিনি প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলেন। তাই সেই জায়গা থেকে তিনি কিছুতেই ভাইফোঁটা দিতে পারবেন না টলিউডের এই সুপারস্টারকে।

তবে এখনও শুভশ্রী সেই মতেই বিশ্বাসী কিনা তা নিয়ে কিছু জানা যায়নি। তবে প্রসেনজিতের বাড়ির ভাইফোঁটার উৎসব এদিনও ছিলেন খবরের শিরোনামে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে