মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ১১:৪১:১৬

ভালোবাসা ছাড়াই অভিনেত্রীদের বিছানায় পেয়েছি : নওয়াজ উদ্দীন

 ভালোবাসা ছাড়াই অভিনেত্রীদের বিছানায় পেয়েছি : নওয়াজ উদ্দীন

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা নওয়াজ উদ্দীন সিদ্দিকী। অভিনয়ের সূত্রেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে সম্প্রতি প্রকাশিত জীবনীতে নিজের সম্পর্কে জানালেন নানা বিস্ফোরক তথ্য।

নিজের জীবনীগ্রন্থ ‘অ্যান অর্ডিনারি লাইফ’-এ নওয়াজ উদ্দীন সিদ্দিকী নিজেই স্বীকার করেছেন বহু নারীর সঙ্গে বিছানায় যাওয়ার কথা। এই তালিকায় রয়েছেন অভিনেত্রীরাও।

এই রকম সম্পর্ক গড়লেও এদের কারও সঙ্গেই ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি বলেও ঋতুপর্ণা চ্যাটর্জীর লেখা ওই গ্রন্থে জানিয়েছেন নওয়াজ।

নওয়াজের ভাষ্য, ‘প্রায় সব মেয়ের সঙ্গেই দেখা করতাম, সম্পর্ক হত। এরপর এক দিন তাকে নিয়ে বিছানায় চলে যেতাম। তবে সেটা যে সব সময় ভালবাসার সম্পর্কের ভিত্তিতে হত, এমন নয়।’

নওয়াজের জীবনে আসা নারীদের তালিকায় আছেন অভিনেত্রী নিহারিকা সিংও।

নিহারিকার সঙ্গে সম্পর্ক শুরুর কথা নওয়াজ বর্ণনা করেন এভাবে, ‘একদিন তাকে আমার বাড়িতে ডাকি কিছু রান্না করে একসঙ্গে ডিনার করব বলে। সেদিন নীহারিকা এক অসাধারণ সিল্কের পোশাক পরে আমার বাড়িতে আসে। তারপর সে যথারীতি রান্না করে, একসঙ্গে খাওয়া-দাওয়া পর্ব মিটিয়ে গল্প করি। তাকে এতটাই অপূর্ব লাগছিল যে, আমি নিজেকে সামলাতে পারিনি। দু’জনের ইচ্ছাতেই সম্পর্কটা বিছানা পর্যন্ত গিয়ে থামে।’

তিনি আরও জানান, নওয়াজ বলেন, ‘এরপর বহুবার বিছানায় যাই। তবে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না আমাদের। আমি অনেক মেয়ের সঙ্গেই এই রকম সম্পর্কে ছিলাম। তবে তাদের কখনও আমি ভালোবাসি বলিনি।’

নন্দিতা দাসের পরিচালনায় শিগগিরই উর্দু গল্পকার সা’দাত হাসান মান্টোর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মান্টো’র মূল ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজ অভিনীত চলচ্চিত্র ‘বাবুমশাই বন্দুকবাজ’।- ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে