মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ০২:৩১:৪৯

মেয়ের কী নাম রাখলেন এষা দেওল?

মেয়ের কী নাম রাখলেন এষা দেওল?


বিনোদন ডেস্ক : সদ্যই মা হয়েছেন বলিউড অভিনেত্রী এষা দেওল। ড্রিম গার্ল হেমা মালিনি, ধর্মেন্দ্র এবং তখতানি পরিবারে নতুন খুশির জোয়ার এসেছে। সোমবার সকালে হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড নায়িকা এষা। জানা গিয়েছে, সন্তান এবং মা দুজনেই সুস্থ রয়েছেন।

ভক্তদের সামনে পরিবারের নতুন সদস্যকে নিয়ে তাঁরা দেখাও দিয়েছেন। নতুন বাবা-মা হওয়ার আনন্দে মেতে রয়েছেন এষা-ভরত দুজনেই। তার মধ্যেই জানালেন মেয়ের নাম কী রাখলেন।

সূত্রের খবর, বলিউড অভিনেত্রী এষা এবং ব্যবসায়ী ভরত তাঁদের মেয়ের স্বর্গীয় নাম রেখেছেন। রাধ্যা। রাধা থেকে এসেছে এই নাম। যার অর্থ উপাসনা করা। মেয়ের নাম প্রসঙ্গে নতুন বাবা ভরত তখতানি বলেন, ‘মেয়ের নাম রাখা হয়েছে রাধ্যা তখতানি।

আমরা সকলেই খুব খুশি সবাইকে মেয়ের নাম জানাতে পেরে। এষা আর আমি দুজনে মিলে মেয়ের নাম রেখেছি।’ নাতনি এই স্বর্গীয় নামে খুশি হেমা মালিনি এবং ধর্মেন্দ্রও।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে