মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ০৪:৪৬:৫০

আসলেই কি গোপনে শ্রীদেবীকে বিয়ে করেছিলেন মিঠুন?

আসলেই কি গোপনে শ্রীদেবীকে বিয়ে করেছিলেন মিঠুন?

বিনোদন ডেস্ক: বলিউড তারাদের বিয়ে মানেই জমজমাট ব্যাপার। ফিল্মি দুনিয়ার সঙ্গে জড়িত লোকজনের ভিড়। খানাপিনা। নাচাগানা। নেতা-মন্ত্রী থেকে শুরু করে দেশের ভিআইপিরা অতিথি হিসেবে আমন্ত্রিত থাকেন সেসব বিয়েতে।

খবরের শিরোনাম দখল করে থাকে বিবাহ অনুষ্ঠান। এতো গেল মুদ্রার একটি পিঠ। অপর পিঠও রয়েছে। এমন অনেক তারকা রয়েছেন যাঁরা বিয়ে করেছেন গোপনে। কাকপক্ষীতেও টের পায়নি সেই খবর। পরে জানাজানি হয়েছে।

মিঠুন ও শ্রীদেবীর প্রেম বলিউডের বহুল আলোচিত বিশয়। শ্রীদেবীকে বিয়ে করতে চেয়েছিলেন বিবাহিত মিঠুন। শ্রীদেবী নাকি শর্ত দেন যোগিতা বালিকে ডিভোর্স দিলে তবেই তিনি মিঠুনের সঙ্গে সংসার করবেন।

তবে, মিঠুনকে তখন নাকি ডিভোর্স দিতে রাজি হননি যোগিতা। তিনি নাকি আত্মহত্যার হুমকিও দেন। সেকারণে, শ্রীদেবীর কাছ থেকে সরে আসেন মিঠুন। অনেকে আবার বলেন, শ্রীদেবীর সঙ্গে গোপনেই বিয়ে সেরে ফেলেছিলেন মিঠুন। তবে এর বাইরে আর কোনো নিশ্চিত কোন তথ্য পায়নি বলিউড।   এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে