বিনোদন নিউজ: বয়ফ্রেন্ড, বন্ধু ও স্বজনদের সঙ্গে হই-হুল্লোড় করে জন্মদিন উদযাপন করছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবিও পরী তার ফেসবুকে পোস্ট করেন। এতে পরীমনির ভক্তরাও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিশেষ দিনে সাধারণত কোনো শুটিং রাখেন না এ সময়ের আলোচিত পরী। সেই ধারাবাহিকতায় আজকের বিশেষ দিনেও তার কোনো শুটিং নেই। বিশেষ দিন এ জন্য, আজ তার জন্মদিন। জীবনের ২৪ বসন্ত পার করেছেন, ২৫-এ পা দিয়েছেন তিনি। দিনটি উদযাপন উপলক্ষে রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে একটি পার্টির আয়োজন করেন তিনি।
এতে গণমাধ্যমকর্মী ও সহকর্মীদের পাশাপাশি তার ঘনিষ্ঠ লোকজন উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘দিনটি বরাবরই আমি আলাদাভাবে পালন করি। পরিবারের পাশাপাশি যারা আমাকে প্রত্যেক ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাদের নিয়েই পালন করি।’
এমটি নিউজ/আল-আমিন/এএস