মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ০৬:৪১:৩২

নওয়াজ শুধু আমাকে নয়, গোটা মহিলা জাতিকেই অসম্মান করেছে : নীহারিকা

নওয়াজ শুধু আমাকে নয়, গোটা মহিলা জাতিকেই অসম্মান করেছে : নীহারিকা

বিনোদন ডেস্ক : সোমবার নওয়াজউদ্দিন সিদ্দিকি আর মঙ্গলবার নীহারিকা সিং। নওয়াজউদ্দিন সিদ্দিকির আত্মজীবনী ‘‌অ্যান অর্ডিনারি লাইফ’‌–এ নানা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করেছেন এই অভিনেতা।

তাতে রয়েছে ‘‌মিস লাভলি’‌ খ্যাত নীহারিকার নামও। নীহারিকার সঙ্গে উদ্দাম শারিরীক তৃপ্তির বিবরণও তিনি দিয়েছেন বইতে। এবার প্রতিবাদে মুখ খুললেন নীহারিকা।

তিনি বললেন, ‌‘‌নিজের বইয়ের বিক্রি বাড়াতে নওয়াজ এসব বলছে। আমাদের মধ্যে কিছুদিনের জন্য প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তবে শারিরীক ভাবে মিলিত হওয়া জীবন নি‌য়ে নওয়াজ যা বলছে, সেগুলো শুনলে হাসিই পাচ্ছে। এর বেশি আর কিছুই বলতে চাই না।’

নীহারিকা বলেন, ‘সত্য বিকৃত করে এবং অপপ্রচার করে যে ওপরে উঠতে চায়, তার জন্য আমার করুণা হয়। নওয়াজ শুধু আমাকে নয়, গোটা মহিলা জাতিকেই অসম্মান করেছে। আমি এখনও স্বীকার করি নওয়াজ একজন অসামান্য অভিনেতা। কিন্তু সামনে ক্যামেরা না থাকলেও যে নওয়াজ মনগড়া সংলাপ বলতে পারে, সেটা আমি ভাবতে পারিনি।’
এমটিনিউজ/এসএস‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে