বিনোদন ডেস্ক : ঈদ মানেই সিনেমা হলের সামনে সাল্লু মিঞার পোস্টারে ছয়লাপ। গত বেশ কয়েক বছর ধরে এটাই ট্রেন্ড। সেই ট্র্যাডিশন এখনও চলছে। আর তাই শুধু আগামী বছরই নয়, ২০১৯ সালেও নিজের ছবির জন্য জায়গা বুক করে ফেললেন দাবাং খান।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার আপকামিং ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-র ফার্স্ট লুক। যা ইতিমধ্যেই সিনেপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েলে ফের একসঙ্গে দেখা যাবে সালমান-ক্যাটরিনা কাইফকে। তারই মধ্যে অনুগামীদের নিজের পরবর্তী ছবির নাম জানিয়ে দিলেন দিলেন বলিউড সুপারস্টার।
২০১৯ সালের ঈদে মুক্তি পাবে তার ছবি ‘ভারত’। ২০১৪ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ান ‘ওড টু মাই ফাদার’ ছবির অবলম্বনেই বলিউডে তৈরি হবে ভারত। এক সাধারণ ব্যক্তির জীবনকাহিনির মধ্য দিয়ে ১৯৫০ থেকে বর্তমান দক্ষিণ কোরিয়ার ছবিই ফুটিয়ে তোলা হয়েছিল ছবিতে।
১৯৫০-এর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংঘর্ষ থেকে ভিয়েতনামের যুদ্ধ, সব ইতিহাসই ধরা পড়েছিল ‘ওড টু মাই ফাদার’-এ। বলিউডের রিমেকটি প্রযোজনা করছেন সালমানেরই আত্মীয় অতুল অগ্নিহোত্রি। বার্লিন চলচিত্র উৎসবে দক্ষিণ কোরিয়ান ছবিটি দেখে দারুণ মনে ধরেছিল তার।
ভারত নিয়ে আশাবাদী পরিচালক আলি আব্বাস জাফরও। অতুল অগ্নিহোত্রি বলছেন, “আলি আমার বন্ধু। দারুণ পরিচালক। তাই ছবি তৈরির জন্য ওর উপরই ভরসা রাখছি। আশা করি আলি-সালমান জুটি ফের দর্শকদের সুপারহিট একটি ছবি উপহার দেবে।”
শোনা যাচ্ছে, আগামী বছর এপ্রিল থেকে শুরু হয়ে যাবে ছবির শুটিং। পাঞ্জাব, দিল্লির পাশাপাশি আবুধাবি, স্পেনের মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছবির শুটিং করবেন সালমান। তবে তার বিপরীতে কাকে দেখা যাবে সেসব এখনও চূড়ান্ত হয়নি।
এমটিনিউজ/এসএস