মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ১০:২৪:৫৩

মাত্র ৪ দিনে একশো কোটির ঘরে 'গোলমাল এগেইন'

মাত্র ৪ দিনে একশো কোটির ঘরে 'গোলমাল এগেইন'

বিনোদন নিউজ: মাত্র চারদিনে বাজিমাত করেছে রোহিত শেট্টি পরিচালিত গোলমাল এগেইন। এর মধ্যেই ভক্তদের জন্য খুশির খবর নিয়ে এলো টিম গোলমাল। গোলমাল সিরিজের পঞ্চম ছবিও তৈরি হবে, জানানো হয়েছে।

ট্রেড অ্যানালিস্ট তারন আদর্শ গতকাল গোলমাল এগেইনের আয়ের অংকটি সামনে এনেছেন। জানিয়েছেন, শুক্রবার ৩০.১৪ কোটি, শনিবার ২৮.৩৭ কোটি, রবিবার ২৯.০৯ কোটি ও সোমবার ১৬.০৪ কোটি টাকা উপার্জন করেছে ছবিটি। মোট আয় ১০৩. ৬৪ কোটি রুপি।

ভারতজুড়ে প্রায় সাড়ে তিনহাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গোলমাল এগেন। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, কুণাল কেম্মু, তুষার কাপুর, আরসাদ ওয়ারসি, শ্রেয়স, টাবু, নীল নীতিন মুকেশ, পরিণীতি চোপড়া সহ আরও অনেকে। ছবির সাফল্যে সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে টিম গোলমাল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে