মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ১০:৩১:০৬

২০১৯ সালের ঈদে আসছে সালমানের 'ভারত'

২০১৯ সালের ঈদে আসছে সালমানের 'ভারত'

বিনোদন ডেস্ক: প্রতিবছর ঈদে সালমানের একটি করে ছবি মুক্তি পায়। সেই ২০০৮ সাল থেকে তাই হয়ে আসছে।
আগামী বছর ঈদে কোন ছবি মুক্তি পাবে জানা যায়নি। তবে, ২০১৯ সালে ঈদে আসছে সালমানের আরও একটি ছবি। নাম ভারত। আজ সামনে এসেছে এই তথ্য।

ছবিটি পরিচালনা করবেন সুলতানের পরিচালক আলি আব্বাস জাফর। প্রযোজক সালমানের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী। ছবি নিয়ে অতুল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটি দেশ ও একজন মানুষের সফর দেখানো হবে ছবিতে। দুজনের নাম ভারত। সালমানের সঙ্গে ছবি করা দায়িত্বের। কারণ, সালমানের সঙ্গে অনেক আশা ভরসা জুড়ে থাকে ভক্তদের।

সালমানের বডিগার্ড ছবির প্রযোজনা করেছিলেন অতুল। ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ভারত নিয়ে  আশাবাদী, জানিয়েছেন অতুল। বলেছেন, সপরিবারে দেখার মতো ছবি হতে চলেছে ভারত। সলমানের ফ্যানদের প্রত্যাশা মতোই ছবি তৈরির চেষ্টা করা হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে