বিনোদন ডেস্ক : গতকাল সকালে না ফেরার দেশে পাড়ি জামালেন চিত্রনায়িকা রত্নার বাবা। বিষয়টি এই নায়িকা নিজেই জানিয়েছেন তার ফেসবুক ওয়ালে। রত্নার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। সে জন্য তার লাশ কবরে নেওয়ার আগে পুলিশ গার্ড অব ওনার প্রদান করেন।
পুলিশের এই সম্মান জানানোর কয়েকটি ছবি এই নায়িকা ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ এটা আমার জন্মদাতা পিতার লাশ। কাল সকাল ফজরের পর পর তিনি চলে গেছেন। জানিনা কি স্ট্যাটাস দেব। শুধু দোয়া চাই।’
আজ (২৫ অক্টোবর) দুপুরে আরেকটি পোষ্টে রত্না লিখেছেন, ‘ আব্বু আপনার স্বাধীন করা দেশে আপনাকে ছাড়া আপনার রত্না পরাধীন।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস