বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭, ০৩:৫৬:৫৪

দেবকে বিয়ে করছেন পাওলি

দেবকে বিয়ে করছেন পাওলি

বিনোদন ডেস্ক : জীবনের ৩৭টি বসন্ত পেরিয়ে এবার থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এপার এবং ওপার বাংলার জনপ্রিয় নায়িকা টালিউডের ‘ড্রিম গার্ল’খ্যাত পাওলি দাম।

টালিগঞ্জের গুঞ্জন সত্যি হলে এ বছরের ৪ ডিসেম্বর ব্যবসায়ী অর্জুন দেবকে বিয়ে করতে চলেছেন পাওলি।

ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোতে আপাতত এটিই খবর।

খবর অনুযায়ী, গোয়াহাটি বাসিন্দা অর্জুনের সঙ্গে কলকাতার এক পাঁচতারা হোটেলে বিয়ে সারবেন নায়িকা। তারপরই উড়ে যাবেন গোয়াহাটিতে। সেখানেই হবে বৌভাত। সেখানে ১০ ডিসেম্বর ধুমধাম করে হবে পাওলি-অর্জুনের রিসেপশন।
 
ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে পাওলির প্রথম দেখা হয় ইতালিতে। সেখানেই প্রথম আলাপ। এর পরই ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। দীর্ঘ প্রেমের পর এবার ‘সামাজিক বন্ধনে’ আবদ্ধ হতে চলেছেন পাওলি-অর্জুন।

পাওলির বন্ধুমহল অবশ্য অর্জুনকে চেনে ‘জোজো’ নামেই। অর্জুনকে ওই নামেই ডাকেন পাওলি। ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে বরাবরই গোপনীয়তা বজায় রাখতেই পছন্দ করেন মনের মানুষ সিনেমার এই নায়িকা। তাই নিজের বিয়ে নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে