বিনোদন ডেস্ক : জনপ্রিয় সিরিয়াল আদালত। আদালতের ভক্ত নেই এমন মানুষ পাওয়াও কঠিন হয়ে যাবে। আর আদালতের সত্যবাদী উকিল কেডি পাঠক। তার বুদ্ধির প্রশংসা তো সব জায়গাতেই। অনেকেতো আবার তাকে অনুসরন করে অভিনয়ও করেন। কিন্তু জানেন কি এই কেডি পাঠকের আসল নাম রনিত রায়। আর তার অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন তিনি জানেন?
রনিত রায় অভিনয় জগতের পরিচিত মুখ। বলিউডেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘কাবিল’ ছবিতে নজর কেড়েছিলেন রনিত। ধারাবাহিকে অভিনয়ের জন্য রনিতের প্রতি পর্বের পারিশ্রমিক ১ লক্ষ ২৫ হাজার টাকা। তিনি আবার মাসে শুধুমাত্র ১৫ দিন কাজ করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস