বিনোদন ডেস্ক : এটা অনেকেরই জানা বিষয় যে অভিনেত্রী অসিনের সঙ্গে তার স্বামী রাহুল শর্মার প্রেম কাহিনিতে মূল ঘটক ছিলেন অক্ষয় কুমার।
আর সেই কারণেই অসিন আর রাহুলের প্রথম সন্তানের জন্মের খবর পেতেই অসিনদের কাছে পৌঁছে যান অক্ষয়।
অভিনেত্রী অসিন তার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, এই খবর পেতেই আর খুশি ধরে রাখতে পারেননি অসিনের সহ অভিনেতা অক্ষয় কুমার।
অসিনের সদ্যজাত মেয়ের সঙ্গে ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন অক্ষয় কুমার। আর পোস্ট করে তিনি, তার প্রিয় বন্ধু তথা কাছের মানুষ আসিন ও রাহুলকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য অনেকদিন ধরেই সিনেমার পর্দায় উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে না অসিনকে। অনেক দিনধরেই তিনি নিজেকে সিনেমা জগত থেকে সরিয়ে রেখেছেন।
তিনি যে গর্ভবতী ছিলেন সেকথাও অন্যান্য অভিনেত্রীদের মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে সন্তান হওয়ার পর সেই খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
এমটিনিউজ/এসএস