বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭, ০৫:৩৭:৩০

‘আমার স্বামী আমাকে নিষিদ্ধ পল্লিতে নিয়ে গিয়েছিল’

‘আমার স্বামী আমাকে নিষিদ্ধ পল্লিতে নিয়ে গিয়েছিল’

বিনোদন ডেস্ক:  বিতর্কের আর এক নাম সোফিয়া হায়াত। কখনও বিয়ে করে আবার কখনও সন্ন্যাসিনী হয়ে লাইমলাইটে এসেছেন সোফিয়া।
এবার নিজের শারীরিক হেনস্থার কথা প্রকাশ্যে আনলেন তিনি। জানিয়েছেন, অল্পবয়স থেকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। নিজের বাড়িতেই।

অভিনেত্রীর কথায়, মাত্র দশ বছর বয়সে কাকার হাতে শারীরিক নির্যাতনের শিকার হই। একা ঘরে পেয়ে আমার কাকা আমাকে শারীরিক নির্যাতন করেছে। তারপর আঠারো বছর বয়সে আরও একজন পরিবারের সদস্য আমার ওপর শারীরিক নির্যাতন চালায়। এসব কথা এতদিন কাউকে বলিনি তাদের সন্তানদের কথা ভেবে।

কর্মজীবনেও অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল সোফিয়াকে। জানিয়েছেন, একজন প্রযোজক পানীয়র সঙ্গে কিছু মিশিয়ে তাঁর ওপর অত্যাচার চালায়। বেশ কয়েকবার বলিউডেও এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
তাঁর কথায়, মনে হয়েছিল, আমি বিক্রি হয়ে গেছি।

লন্ডনেও একাধিকবার তাঁকে এসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তবে সবথেকে কষ্ট পেয়েছিলেন স্বামীর কুকীর্তি দেখে। বলেছেন, আমার প্রাক্তন স্বামী আমাকে নিষিদ্ধ পল্লিতে নিয়ে গিয়েছিল। সেখানে আমার সামনেই অন্য এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ও। আর তা আমায় দেখতে বাধ্য করা হয়। এটাই আমার জীবনের চরম হেনস্থা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে