বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭, ০৮:৩৩:০৭

শেষমেশ বিতর্ক নিয়ে মুখ খুললেন তামিল নায়ক বিজয়

শেষমেশ বিতর্ক নিয়ে মুখ খুললেন তামিল নায়ক বিজয়

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতে এই মুহুর্তে রমরমিয়ে বক্স অফিস মাত করছে দক্ষিণী অভিনেতা বিজয়ের 'মার্সাল' ছবিটি। ছবি মুক্তির সময় থেকেই একটি রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছে।

ছবিতে মোদি সরকারের জিএসটি কর ব্যবস্থা নিয়ে একটি বিতর্কিত সংলাপকে ঘিরেই এই গোটা বিতর্ক।এদিকে, এত বিতর্কে পেরিয়েও ছবি প্রম দিনে ৪৩.৫০ কোটি টাকার বক্স অফিসে বাজার করেছিল।

সেই দিন বিশ্বজোড়া বক্স অফিসে ছবির কালেকশন ছিল ১৭০ কোটি টাকা। আর এসবের জন্য ফ্যানেদের ধন্যবাদ জানিয়ে এই ইস্যুতে মুখ খুললেন ছবির নায়ক বিজয়।

তিনি জানিয়েছেন, তার ফ্যান ও যে সমস্ত অভিনেতা, অভিনেত্রী তথা রাজনৈতিক নেতারা তার ছবিকে সমর্থন করেছেন তাদের প্রত্যেককে তিনি 'ধন্যবাদ' জানাচ্ছেন। এই বক্তব্য রেখে একটি বিবৃতি তিনি প্রকাশ করেছেন।

এর আগে, তামিল বিজেপি-র তরফে ছবির সংলাপ নিয়ে প্রথম প্রতিবাদটি আসে। জিএসটি নিয়ে নেতিবাচক সংলাপের জেরে বিজেপির পক্ষ থেকে ক্রামগত কটাক্ষ করা হয় ফিল্মের অভিনেতা থেকে প্রযোজককে। এই বিতর্ক রাজনৈতিক রক্ষ নেওয়ার পর এই প্রথমবার মুখ খুললেন বিজয়।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে