বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা রত্নার বাবা মুক্তিযোদ্ধা মান্নান কবির গতকাল সকালে মারা গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।
রত্না নিজের বাবার মরদেহ'র কফিনের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, 'এটা আমার জন্মদাতা পিতার লাশ। কাল সকাল ফজরের পর পর তিনি চলে গেছেন। জানিনা কি স্ট্যাটাস দেব। শুধু দোয়া চাই। ’
রত্নার বাবার মৃত্যুতে তাঁকে শান্তনা জানিয়েছেন চিত্রনায়িকা মুনমুন। ফেসবুকে মুনমুন লিখেছেন, আমার অনেক আদরের ছোটবোন রত্না, আজ ওর অনেক কষ্টের একটি দিন। কি লিখে শান্তনা দিব জানিনা, বাবা মা আমাদের আগেই চলে যায় এটাই প্রকৃতির নিয়ম।
তিনি লিখেছেন, আমার অনেক কষ্ট হচ্ছে আংকেলের জন্য অনেক ভালো বললে ছোট করা হবে, এমনি ভালো মানুষ ছিলেন, একটি কথাই বার বার মনে হচ্ছে ভালো মানুষ গুলোকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন তাই এই নশ্বর দুনিয়া থেকে অল্প সময়ে নিয়ে যান। আল্লাহ পাক আমার আংকেলকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস