বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৪:৪৩:১৭

যে কারণে প্রভাসকে বলিউডে লঞ্চ করতে চেয়েও করেননি করণ জোহর!

যে কারণে প্রভাসকে বলিউডে লঞ্চ করতে চেয়েও করেননি করণ জোহর!

বিনোদন ডেস্ক : করণ জোহরের হাত ধরে বলিউডে ডেবিউ হয়েছে অনেক অভিনেতা-অভিনেত্রীরই। এদের মধ্যে আলিয়া ভাট্ট, বরুণ ধাওয়ান তো বি-টাউনে ইতিমধ্যেই নিজেদের একটা আলাদা জায়গা করে নিয়েছেন।

দক্ষিনী তারকা প্রভাস, যিনি 'বাহুবলি'র দৌলতে বর্তমানে খ্যাতির শীর্ষে, এত দিনে হয়তো তারও বলিউডে হাতেখড়ি হয়ে যেত এই করণ জোহরের হাত ধরেই। তেমন উদ্যোগও নাকি নিয়েছিলেন করণ!

নিজের একটি প্রোজেক্টে নিতে চেয়েছিলেন প্রভাসকে। কিন্তু শেষমেশ নিজেই পিছিয়ে আসেন তিনি। কিন্তু কেন? প্রভাসের অভিনয় দক্ষতা, কাজের প্রতি তার নিষ্ঠার পরিচয় মিলেছে রাজামৌলির 'বাহুবলি' সিরিজে।

এই সিরিজের দু'টি ছবির জন্য মোট পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। এই পাঁচ বছর অন্য কোনও ছবি, এমনকী কোনও বিজ্ঞাপনের চুক্তি থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন প্রভাস। কাজের প্রতি এতটা নিষ্ঠা যার, সেই প্রভাসকে নিজের ছবির জন্য চুক্তিবদ্ধ করতে গিয়েও কেন পিছিয়ে আসেন করণ জোহরের মতো অভিজ্ঞ প্রযোজক-পরিচালক?

সম্প্রতি সামনে এসেছে এর কারণ। ডিএনএ-তে প্রকাশিত খবর অনুযায়ী, প্রভাসকে নিজের একটি ছবির জন্য প্রস্তাব দিয়েছিলেন করণ। প্রভাস কি করণের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন?

সূত্রের দাবি, করণের সেই প্রস্তাব ফিরিয়ে না দিলেও একটা বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেন প্রভাস। যা শুনে শেষমেশ পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন করণ জোহর। জানেন কত টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন প্রভাস?

ডিএনএ-তে প্রকাশিত রিপোর্টের দাবি, করণ জোহরের থেকে ছবির জন্য ২০ কোটি টাকা চেয়েছিলেন প্রভাস। যদিও এ সম্পর্কে প্রভাস বা করণেরর কোনও মন্তব্য বা বিবৃতি এখনও মেলেনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে