বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৬:৪৯:৫২

আমার মনে হয় সবাইকে এটা করা উচিত : সানি লিওন

আমার মনে হয় সবাইকে এটা করা উচিত : সানি লিওন

বিনোদন ডেস্ক :    জাতীয় সঙ্গীত চলাকালীন সিনেমা হলে উঠে দাঁড়ানো নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সেখানে বলা হয়েছে, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়ানোর নিয়ম পরিবর্তন করা হতে পারে।

এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন সানি লিওন। নিজের নতুন ছবির ট্রেলার লঞ্চের দিনে এই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করলেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা যাচ্ছে, সানির নতুন ছবি 'তেরা ইন্তেজার'-এর প্রথম ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার।

সেখানেই আরবাজ খান ও সানি লিওন এদিন জাতীয় সঙ্গীত নিয়ে মুখ খোলেন। সালমান খানের সহোদর আরবাজ খান বলেন, ''আমি সব সময়ই জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়াই। আমার মনটা সে ভাবেই তৈরি। নিজে থেকেই উঠে দাঁড়াই।''

সানি লিওন তাঁর বক্তব্যের সুরেই সুর মিলিয়ে জানান, ''আমার মনে হয় দেশপ্রেম এমন একটা আবেগ যেটা হৃদয়ের ভিতর থেকে আসে। আদালতের নির্দেশ যাই হোক, আমার মনে হয় সাবাইকে এটা করা উচিত আর সেটা হলো জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ানো।''

প্রসঙ্গত, সোমবার এক জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, জাতীয় সংগীত বাজার সময়ে উঠে দাঁড়ানো দিয়ে দেশপ্রেম বোঝা যায় না। শীর্ষ আদালত ইঙ্গিত দিয়েছে, সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো নিয়ে আগের নির্দেশে পরিবর্তন করতে পারে তারা।

সেই সঙ্গে আদালত কেন্দ্রকে জাতীয় পতাকা বিধিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টি ভেবে দেখতে বলেছে। আগামী বছরের ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।  -এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে