বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৮:৩৯:৪৩

জাতীয় সংগীতের সময় আমি উঠে দাঁড়াই : সানি লিওন

জাতীয় সংগীতের সময় আমি উঠে দাঁড়াই : সানি লিওন

বিনোদন ডেস্ক : জাতীয় সংগীত চলার সময় সিনেমা হলে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

বিষয়টা নিয়ে সানি লিওনকে প্রশ্ন করা হলে বলিউডের এই অভিনেত্রী জানান, জাতীয় সংগীত শুনলে তিনি উঠে দাঁড়ান। সবারই উঠে দাঁড়ানো উচিতও।
 
বুধবার তেরা ইন্তেজার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরবাজ খান ও নায়িকা সানি লিওন। তাকে জাতীয় সংগীত শুনে উঠে দাঁড়ানোর প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়।
 
আরবাজ বলেন, তিনি সবসময় উঠে দাঁড়িয়েই শ্রদ্ধা নিবেদন করেন। অভিনেতার কথায়, মনের ভেতরে তখন যাই চলুক না কেন, জাতীয় সংগীত শুনলে দাঁড়িয়ে পড়ি।
 
এ বিষয়ে প্রশ্ন করা হলে সানি বলেন, আমি মনে করি দেশপ্রেম এমন একটা আবেগ যা মন থেকে আসে। রায় যাই হোক না কেন, জাতীয় সংগীত শুনলে উঠে দাঁড়ানোই উচিত। আমি সেটাই করি।
 
প্রসঙ্গত, ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশভক্তি প্রমাণের জন্য সিনেমা হলের ভিতরে দর্শকের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে