বিনোদন ডেস্ক : বলিউডের খিলাড়ি নম্বর ওয়ান অক্ষয় কুমারকে তার মেয়ের নামে কটূ মন্তব্য করার জন্য স্যোশাল সাইটে ধমক দিলেন কমেডিয়ান মল্লিকা দুয়ার বাবা বিনোদ দুয়া।
স্টার প্লাসে কমেডি শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' এর শুটিংয়ের সময়ে অক্ষয় নাকি মল্লিকাকে উদ্দেশ্য করে কটূ মন্তব্য করেছেন।
বিনোদ লিখেছেন, শো চলাকালীন একটি দৃশ্যে প্রতিযোগী শ্যাম রঙ্গীলাকে বেছে নিতে শো-এর 'সুপার জজ' অক্ষয়কে তাদের সঙ্গে আসার অনুরোধ করেন মল্লিকা দুয়া ও জাকির খান। সেখানে একটি জায়গায় গিয়ে ঘণ্টা বাজিয়ে প্রতিযোগীকে ইতিবাচক সম্মতি জানাতে হয়।
সেই সময়ে অক্ষয় মজার ছলে হাসতে হাসতে বলেন, 'আপ বেল বাজাও, ম্যায় আপকো বাজাতা হু।' এই বলেই মল্লিকার বাবার রোষে পড়েছেন অক্ষয়। তার মেয়েকে এমন কটূ কথা অক্ষয় বলার জন্য ক্ষমা চাইতে বলেছেন তিনি। যদিও সেই এপিসোডের এই দৃশ্যগুলি চ্যানেলে দেখানো হয়নি।
তা সত্ত্বেও অক্ষয়ের বিরুদ্ধে বিতর্ক হওয়ায় তা সংবাদমাধ্যমের নজরে চলে এসেছে। মেয়ে-বাবা দুজনেই পরে নিজেদের স্যোশাল মিডিয়া পোস্ট মুছে দিয়েছেন। তবে বিতর্ক জিইয়ে রয়েছে। এই বিষয়ে অবশ্য মুখ খোলেননি অক্ষয়।
এমটিনিউজ/এসএস