বিনোদন ডেস্ক : ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও সুজান খান রোশনের। কিন্তু তাতে তাদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি।
কখনও দুই সন্তানকে নিয়ে এক সঙ্গে ডিনার করতে গিয়েছেন, কখনও বা বিদেশে ছুটি কাটিয়েছেন সাবেক এই এই দম্পতি। এবার সুজানের জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়ে সবার নজর কেড়েছেন হৃত্বিক।
সুজানের সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বসিত হৃত্বিক জন্মদিনের পার্টিতেই এ কি বলে ফেললেন! সবার সামনে তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে ভাল জন্মদিন পার্টি কাটালাম। আমাকে এত স্পেশাল মনে করার জন্য ধন্যবাদ সুজান!
জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অক্ষয়-পত্নী টুইঙ্কেল খান্না, অভিনেত্রী গায়ত্রী জোশী ওবেরয়, করন জোহর, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, অভিনেতা কুণাল কাপূর প্রমুখ।
এমটিনিউজ/এসবি