শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ১২:২৭:০৯

রোশানের শুটিং সেটে হঠাৎ ছুটে আসলেন শুভশ্রী

রোশানের শুটিং সেটে হঠাৎ ছুটে আসলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাস পর আবার শুরু হয়েছে জিয়াউল রোশান ও ববির ‘বেপরোয়া’। তবে বাংলাদেশে নয়, শুটিং চলছে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে।

রোশান অবশ্য হায়দরাবাদে যাওয়াএর আগে জানিয়েছিলেন। সেখানে টানা শুটিং চলছে। প্রতিদিন যুক্ত হচ্ছে নানা অভিজ্ঞতা।

যেমন বেপরোয়া ছবির শুটিং সেটে হঠাৎ ছুটে আসলেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পারিশ্রনিক পাওয়া অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গতকাল রোশান শুভশ্রীর সাথে রোশান নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ক্যাপশন হিসেবে লেখেন, ধন্যবাদ শুভশ্রী আমাদের শুটিং সেটে আসার জন্য।

রোশানের নিকট এ বিষয়ে জানতে চাইলে হায়দরাবাদ থেকে রোশান বলেন, রামুজি ফিল্ম সিটিতে আমাদের ছবি বেপরোয়ার শুটিং চলছে। এমন সময় হুট করে শুভশ্রী চলে এসেছেন। এটা আমার জন্য সারপ্রাইজড ছিল।

কেন এসেছি? রোশান জানালেন, কেমন শুটিং করছি আমরা, কেমন কাজ হচ্ছে এসব দেখার জন্য এসেছেন। অবশ্য শুভ কামনাও জানিয়েছেন শুভশ্রী।

উল্লেখ্য, রামুজি ফিল্ম শুটিং সিটিতে এই মুহূর্তে শাকিব খান ও শুভশ্রীর ‘চালবাজ’ ছবির শুটিং চলছে। শুটিং এর এক ফাঁকে বেপরোয়ার সেটে হাজির হন শুভশ্রী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে