শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৩:০০:০৯

‘ডুবে’ ডুবছেন দর্শক, হলগুলোতে উপচে পড়া ভিড়

‘ডুবে’ ডুবছেন দর্শক, হলগুলোতে উপচে পড়া ভিড়

বিনোদন ডেস্ক : মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত সিনেমা ‘ডুব’ মুক্তির প্রথম দিনের প্রথম প্রহরেই দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। শুক্রবার সিনেমাটি মুক্তির প্রথম প্রহরে রাজধানীর হলগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। টিকেট না পেয়েই অনেক দর্শককে বাসায় ফিরে যেতে দেখা গেছে। আর যারা অনেক কষ্টে টিকেট পেয়েছেন তারা হল থেকে বেরিয়ে বলছেন, পুরোটা সময় ধরে ডুবে ছিলাম সিনেমার মধ্যে।

স্টার সিনেপ্লেক্স, বলাকা ও যমুনা ব্লকবাস্টারসহ রাজধানীতে মুক্তি পাওয়া ৯টি সিনেমা হলেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকেই। সবগুলো হলই প্রথম শো’তে হাউজফুল ছিল। মোস্তফা সরওয়ার ফারুকীর নির্মিত সিনেমায় সবসময়ই দর্শকদের আলাদা কিছু পাওয়ার আকাঙ্খা থাকে। এবারের চাহিদাটা অন্যবারের তুলনায় একটু বেশিই ছিল। কারণ সিনেমাটি নিয়ে এরই মধ্যে বিতর্ক গড়িয়েছে বহুদূর। ‘ডুব’ হুমায়ন আহমেদের বায়োপিক কিনা এমন প্রশ্ন যেমন আগ্রহ জন্মিয়েছে দর্শকদের মধ্যে তেমনি বাংলা সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করা ইরফান খানের অভিনয় দেখতেও দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে।

হল থেকে বেরিয়ে আবদুল্লাহ আল রাকিব নামের এক দর্শক লিখেছেন, “পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই’। ফেসবুকের অলিতে গলিতে ঘুরে ফেরা হুমায়ূন আহমেদের এই উক্তিটি পড়েননি এমন মানুষ পাওয়া দুষ্কর। দেখলাম ডুব। কার বায়োপিক না কার বায়োগ্রাফি আমি জানি না..আমি একজন বাবার একটি অসাধারণ গল্প দেখলাম এই সিনেমাতে”।

তিনি লিখেছেন, “ট্রেলার দেখার পর সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিনেমা দেখে বা দেখার সময় আমি আমার চোখ গড়িয়ে একফোঁটা জল পড়তে দিব না...। আমি দেইনি সিনেমা দেখার সময় একাধিকবার চোখে পানি জমে জমে গড়িয়ে পড়তে চেয়েছে। আমি অপেক্ষা করেছি সে জল বাষ্পীভূত হওয়ার। বাষ্পীভূত হওয়ার আগেই আবার বান নেমে এসেছে। সে বানের জল উপচে পড়েছে কিনা? দু একবার তা আর আমার জানা নেই। শুধু জানি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব- নো বেড অফ রোজেস’ সিনেমা দেখে আমি কাঁদিনি”।

সিনেমাটি দেখার পর তারিকুল ইসলাম নামের অপর এক দর্শক বলেছেন, সিনেমাটি বায়োপিক কিনা সেই ভাবনাটা হলে বসে ভাবার সময় পাইনি। অসাধারণ গল্প আর অভিনয়ের মধ্যে ডুবে ছিলাম পুরোটা সময় ধরে। ফারুকীর নির্মাণ আর ইরফান ও তিশার অভিনয় মুগ্ধ করেছে আমাকে। হলে থাকার সময়টাতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।

বলাকা হলে এসে টিকেট না পেয়ে ফিরে যাওয়া মালিহা মরিয়ম নামের এক দর্শক বলেছেন, প্রথম শো’তে সিনেমাটি দেখতে চেয়েছিলাম। কিন্তু টিকেট সংকটে বাসায় ফিরে যেতে হচ্ছে। ভিড়টা একটু কমলেই আবার আসব।

শুক্রবার ১২টা ৩০ মিনিটে বলাকা’য় সাধারণত কোনো সিনেমার প্রদর্শনী না হলেও দর্শকদের অনুরোধ রেখে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে হলটিতে ‘ডুব’ এর প্রদর্শনী চলছে।

উল্লেখ্য, আজ থেকে ঢাকাসহ দেশের মোট ৩৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ডুব’। ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান ও কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে