বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মা হচ্ছেন লাক্স চ্যানেল আই তারকা আলভী।
আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনি মা হবেন বলে সূদুর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে মুঠোফোনে জানিয়েছেন।
এ প্রসঙ্গে আলভী বলেন, ‘এরই মধ্যে বেশ কয়েক মাস অতিক্রম হয়েছে। আল্লাহর অশেষ রহমতে সবকিছু বেশ ঠিকঠাক আছে। সবার দোয়া চাই যেন আমার সন্তান সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীর আলোর মুখ দেখতে পারে।’
আলভী বর্তমানে স্বামীসহ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস