শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৪:৩৪:২৮

মিস ওয়ার্ল্ডে অংশ নিতে চীনে এভ্রিল, ঘুরছেন বিশ্বসুন্দরীদের সঙ্গে!

মিস ওয়ার্ল্ডে অংশ নিতে চীনে এভ্রিল, ঘুরছেন বিশ্বসুন্দরীদের সঙ্গে!

বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ নির্বাচিত হওয়ার পর বিয়ে সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারাতে হয়েছে এভ্রিলকে । এর পরও বিভিন্ন বিতর্কে আলোচিত সমালোচিত হয়েছেন এভ্রিল। তবে, জানা গেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করতে বর্তমানে চীনে অবস্থান করছেন এভ্রিল!

কি পাঠক, এ তথ্য শুনে আপনাদের চোখ কপালে উঠেছে নিশ্চয়। তবে হ্যাঁ, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করতে বর্তমানে চীনে অবস্থান করছেন এ তথ্য পুরোপুরি সত্য। তবে তিনি বাংলাদেশের পতাকা হাতে নয়, আর্জেন্টিনার পতাকা হাতে চীনে গেছেন এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন।

আসলে বলছি, এভ্রিল মারকোর কথা। তিনি মিস আর্জেন্টিনা থেকে সেরা সুন্দরী নির্বাচিত হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন। কিন্তু বাংলাদেশের মুকুট হারানো এভ্রিলের সঙ্গে তার নাম মিলে যাওয়ায় অনেকেই প্রথম হোঁচট খাচ্ছেন।

এমনকি বাংলাদেশে থেকে যাওয়া জেসিয়া ইসলামের কাছে জানতে চাওয়া হয়েছিলো এভ্রিল যে চীন যাচ্ছে বিষয়টি কি আপনি জানেন। এতে খুবই আশ্চর্য হন তিনি। এবং পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, কি! আপনি কি বলছেন এসব? এটা কি সত্যি! তারপর বিস্তারিত জানালে হেসে গড়িয়ে পড়েন জেসিয়া।

এদিকে, এভ্রিল ভক্তরা বলছেন, দুর্ভাগ্যবশত এভ্রিল চীনে মূল প্রতিযোগিতায় যেতে না পারলেও তার নাম যে মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এতেই তারা খুশি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে