শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৮:৫৪:২২

দক্ষিণী নায়িকাদের নিয়ে হিনার বিতর্কীত মন্তব্যের কড়া জবাব হংসিকার

দক্ষিণী নায়িকাদের নিয়ে হিনার বিতর্কীত মন্তব্যের কড়া জবাব হংসিকার

বিনোদন ডেস্ক : হিনা খানের অভিনয়দক্ষতা এবং সৌন্দর্য নিয়ে কোনও সন্দেহ নেই। মাত্র একটি ধারাবাহিকই তাকে রাতারাতি বিখ্যাত করেছে। এক ঝটকায় তাকে নিয়ে এসেছে হিন্দি টেলিজগতের প্রথম সারিতে।

'বিগ বস সিজন ১১'-এ এসে বেশ কিছু বিতর্কিত কথাবার্তা বলেছেন হিনা। তার মধ্যে দক্ষিণী সিনেমা নিয়ে একাধিক মন্তব্য রয়েছে। তিনি তার সহ-প্রতিযোগীদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন যে দক্ষিণ থেকে দু'টি ছবির অফার তিনি ফিরিয়ে দিয়েছেন কারণ তাকে ওজন বাড়াতে বলা হয়েছিল।

মুম্বাইয়ের একটি গসিপ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, এর পরেই হিনা দক্ষিণের নায়িকাদের চেহারা নিয়ে নানা কথা বলতে থাকেন। সোজাসুজি তাদের 'মোটা' বলেন হিনা।

হিনার এই মন্তব্যের ভিডিওটি টুইটারে আপলোড করে সমালোচনা করেন এক ভারতীয় সংবাদমাধ্যমের লেখিকা। বিষয়টি চোখে পড়ে দক্ষিণী নায়িকা হংসিকা মোতওয়ানির। সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।

একের পর এক টুইট করে কড়া জবাব দেন হিনার এই মন্তব্যের। তিনি বলেন, ''হিনা কি জানেন না যে বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীই দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করেন... দক্ষিণ ভারতের অভিনেত্রী হিসেবে আমি আমার ইন্ডাস্ট্রি নিয়ে অত্যন্ত গর্বিত!''
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে