বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ছবি ক্রিশ-এর সিক্যুয়েল মানেই আলাদা আকর্ষণ। প্রত্যেক সিক্যুয়েলেই নায়িকা বদলে যায় ছবির। এবার আসছে নতুন সিক্যুয়েল ‘ক্রিশ ৪’।
জানেন কোন বলিউড নায়িকা থাকছেন ক্রিশ-৪ এ ? প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের পর এবার কোন নায়িকা আসতে চলেছেন সুপারহিরোর সঙ্গে ? অবশেষে জানা গেল সত্যিটা ।
তিনি বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফ। 'বিউটি উইথ ব্রেন' ক্যাট সুন্দরীকে খুব শীঘ্রই সলমন খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে দেখা যাবে। শোনা যাচ্ছিল, এবার ‘ক্রিশ ৪’ ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
যদিও সম্প্রতি ডিএনএ-কে দেওয়া সাক্ষাত্কারে বলিউড ডিভা ক্যাটরিনা জানান, ‘ক্রিশ ৪’ ছবির জন্য তাঁকে কোনও প্রস্তাব এখনও দেওয়া হয়নি। তিনিও এই বিষয়ে কোনও আলোচনা করেননি। তিনি কি অনস্ক্রিন সুপার হিরোইনের চরিত্রে অভিনয় করতে চান?
উত্তরে ক্যাটরিনা বলেন, ‘নিশ্চয়ই। সুপার হিরোইনের চরিত্রে অভিনয় করতে পারলে খুব ভালো লাগবে। আসলে কিছু কিছু চরিত্রে আমি বরাবরই অভিনয় করতে চাইতাম।’ ‘ক্রিশ ৪’ ছবিতে ক্যাটরিনা কাইফ অভিনয় করবেন কিনা তা তো সময়ই বলবে। আপনারা বরং ততক্ষণ ভেবে নিতে পারেন, সুপার হিরোইনের কস্টিউমে কেমন দেখতে লাগবে তাঁকে। --জি নিউজ
এমটিনিউজ২৪/এম.জে/এস