বিনোদন ডেস্ক : ভারতে সদ্য মুক্তিপ্রাপ্ত আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমা দেখে খুব শান্তি পেয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি সে কথা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।
ভারতের এক মুসলমান পরিবারের গল্প নিয়ে নির্মিত এই ছবির এক পর্যায়ে দেখায় স্ত্রী ওপর নির্যাতন কারী স্বামীকে ত্যাগ করে সংসার ছাড়তে। সেই দৃশ্য দেখেই মূলত তসলিমা শান্তি পেয়েছেন।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘কাল সিক্রেট সুপারস্টার দেখলাম। ভারতের এক মুসলমান পরিবারের গল্প। পরিবারের কর্তা পুরুষ। পান থেকে চুন খসলে বাড়ি মাথায় তোলে। ডালে নুন কম হলে স্ত্রীকে পেটায়। তাঁর সব আদেশ অক্ষরে অক্ষরে পালন না করলে স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার চালায়।’
তসলিমা ওই স্ট্যাটাসে বলেন, ‘ছবির শেষে সর্বংসহা স্ত্রীটি স্বামীকে ত্যাগ করে। আহা কী যে শান্তি! চোখে আমার তখন আনন্দাশ্রু। নির্যাতক স্বামীদের সঙ্গে কেন যে মেয়েরা বাস করে। এদের তো লাত্থি মেরে ঘর থেকে বের করে দেওয়া উচিত, অথবা এদের ঘর থেকে মাথা উঁচু করে বেরিয়ে যাওয়া উচিত। যারা নরক থেকে বেরোতে জানে, তারা ভালো জীবনের সন্ধান পেতেও জানে।’
এমটিনিউজ/এসএস