সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৫:১২:১৭

আকর্ষণীয় ফিটনেসের জন্য ঐশ্বরিয়ার বিশেষ তেল

আকর্ষণীয় ফিটনেসের জন্য ঐশ্বরিয়ার বিশেষ তেল

বিনোদন ডেস্ক: আকর্ষণী ফিটনেস ও ফিগার গড়ে তুলতে বিশেষ পদ্ধতি কাজে লাগাচ্ছেন বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাই বচ্চন। ইদানিং দিন-রাত ব্যস্ততার কারণে নিজের শরীরের দিকে একেবারেই নজর দেওয়ার সময় পান না তিনি। ঠিকঠাকভাবে খাবার খাওয়া এবং শরীরচর্চাও আজকাল অনিয়মিত হয়ে গেছে। তাই বিশেষ পদ্ধতি কাজে লাগিয়ে আগের সেই মোহনীয় চেহারা ফিরিয়ে আনতে চেষ্টা করছেন ঐশ্বরিয়া।

জি-নিউজের খবর মতে, এক ধরনের আয়ুর্বেদিক তেলের মাধ্যমেই ওজন ঝড়াচ্ছেন বচ্চন বধূ ঐশ্বরিয়া। কেরেলা থেকে তার জন্য এক ধরনের আয়ুর্বেদিক স্লিমিং ও টোনিং তেল এসেছে। সেই তেল ব্যবহার করে ওজন কমাচ্ছেন তিনি।

বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তার সৌন্দর্যে মাতোয়ারা গোটা দুনিয়া। তবে মা হওয়ার পর তিনি বেশ কিছুটা ওজন বাড়িয়ে ফেলেছেন।

খুব শিগগিরই মুক্তি পাবে তার নতুন ছবি ‘ফেনি খান’। নতুন ছবির জন্য তাই এখন খুবই ব্যস্ত টিনসেন টাউনের এই ডিভা। তবে সারাদিন জিমে কাটিয়ে নয় বিশেষ ওই তেল ব্যবহার করছেন ঐশ্বরিয়া।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে