মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৯:২০:০২

এখানে এসে মনটা আবেগআপ্লুত হয়ে উঠলো : ওমর সানি

এখানে এসে মনটা আবেগআপ্লুত হয়ে উঠলো : ওমর সানি

ওমর সানি : প্রাণ আর এফ এল এর সুপারহিট এডমেকার টিটুর সাথে আসলাম মুজিব নগরে Soudi Lubricant এর একটি বিজ্ঞাপন করার জন্য। আশা করি সুন্দর একটি বিজ্ঞাপন হবে এবং শীঘ্রই আপনারা দেখতে পাবেন।

এই সেই মুজিব নগর যে জায়গা বাংলাদেশ গঠনে ইতিহাসের পাতায় গুরুত্বপুর্ন স্থান দখল করে আছে। যেখানে বসে গঠন করা হয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার।

মেহেরপুরে জেলায় অবস্থিত মুজিব নগর (বাংলাদেশ ও ভারত বডার) এখানে এসে মনটা আবেগআপ্লুত হয়ে উঠলো। ভেবেছিলাম নতুন বিজ্ঞাপনের কিছু স্টিল ছবি পাঠাবো কিন্তু মনটা এতোই আবেগআপ্লুত হয়ে গেল যে, যার কারনে মুজিব নগরের কিছু স্টিল ছবি আপলোড করলাম আপনাদের জন্য।
-অভিনেতার ফেসবুক থেকে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে