বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০১৭, ০৮:২৭:৫৩

নাতাশা-বরুণের প্রেম ভেঙে গেছে! মর্মাহত নাতাশা

নাতাশা-বরুণের প্রেম ভেঙে গেছে! মর্মাহত নাতাশা

বিনোদন ডেস্ক : অভিনেতা বরুণ ধাওয়ান-নাতাশা দালাল প্রেম করছেন। এমন খবর বলিউডে আগে থেকে ছড়াচ্ছে। কিন্তু অনুষ্ঠানিকভাবে এখনো স্বীকার করেনি। তবে প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের।

এমনকি বরুণের জুড়ওয়া-টু সিনেমার বিশেষ প্রদর্শনীতেও এসেছিলেন নাতাশা। কিন্তু এ জুটি নাকি প্রেমের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। এ দুজনের মধ্যে অনেক মতপার্থক্য হয়।

কয়েকদিন আগে বরুণ ও নাতাশার মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হয়। আর সেটির কারণেই তাদের সম্পর্কের ইতি ঘটেছে। এমনকি দীপাবলীও একসঙ্গে পালন করেননি তারা। বরুণ বিভিন্ন পার্টিতে একা গিয়েছেন, যা নাতাশাকে খুবই মর্মাহত করেছে।

অন্য একটি সূত্র জানান, গত কয়েকদিন ধরে নাতাশাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। সম্প্রতি এক বন্ধুর কাছে তার দুঃখের কথা জানান তিনি। বরুণ তাকে ঠিকমতো সময় দিচ্ছেন না বলে অভিযোগ করেন নাতাশা।

এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয় এবং প্রেমের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। যেহেতু বরুণ তার প্রেম নিয়ে খোলাখুলি কোনো কথা বলেননি, তাই ব্রেকআপ নিয়েও মুখ খুলতে নারাজ তিনি।

বর্তমানে সুজিত সরকারের অক্টোবর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত বরুণ। এই ছবিতে অনেক আবেগপ্রবণ দৃশ্য রয়েছে তাই এখন মানসিক প্রস্তুতি নিচ্ছেন তিনি। সঙ্গে চলছে চিত্রনাট্য পড়ার কাজও। আগামী বছর এপ্রিলে এটি মুক্তির কথা রয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে