রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ০৯:০২:২১

জয়প্রিয় অভিনেত্রী গ্রেফতার- গোপনে যে কাজ করেছিলেন!

জয়প্রিয় অভিনেত্রী গ্রেফতার- গোপনে যে কাজ করেছিলেন!

বিনোদন ডেস্ক: এক আমলাকে ভয় দেখিয়ে ১০ কোটি টাকা প্রতারণা করার অভিযোগে এক জয়প্রিয় অভিনেত্রীকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। অভিনেত্রীর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্বামীকেও।

পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই প্রবীণ আই এ এস অফিসার রাধেশ্যাম মোপালওয়ারকে হুমকি দিচ্ছিলেন সতীশ মাঙ্গলে নামে এক প্রাইভেট ডিটেক্টিভ। রাধেশ্যাম মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট করপোরেশন (এমএসআরডিসি)র ম্যানেজিং ডিরেক্টর। সতীশকে প্রথম থেকেই সাহায্য করছিলেন তাঁর অভিনেত্রী স্ত্রী শ্রদ্ধা মাঙ্গলে। শ্রদ্ধা মরাঠী টেলিভিশন ও ফিল্মের পরিচিত মুখ। রাধেশ্যামের বিরুদ্ধে যেতে পারে এমন বেশ কিছু ভিডিও ও অডিও ক্লিপ তাঁদের কাছে আছে দাবি করে টাকা দাবি করতে থাকে তাঁরা। এমনকী দাবি মতো টাকা না দিলে সেই তথ্য প্রমাণ টেলিভিশনে সম্প্রচারের হুমকিও দেওয়া হয়।

ঠাণের পুলিশ কমিশনার পরমবীর সিংহ বলেন, অন্তত দুইবার রাধেশ্যামের সঙ্গে বৈঠক করেন সতীশ। তৃতীয় বার একটি পাঁচ তারা হোটেলে বৈঠকের সময় পুরো কথোপকথন রেকর্ড করেন রাধেশ্যাম। সেখানে সতীশকে বলতে শোনা যায়, টাকার পরিমাণ ১০ কোটি থেকে ৭ কোটি করতে।

এর পরেই ফাঁদ পাতে পুলিশ। এক কোটি টাকার জাল নোটসহ সতীশের বাড়িতে পাঠানো হয় রাধেশ্যামকে। টাকা নেওয়ার সময় হাতনাতে গ্রেপ্তার করা হয় সতীশ ও শ্রদ্ধাকে।

তবে রাধেশ্যাম প্রথম নয়। এর আগেও বেশ কয়েক জনকে প্রতারিত করেছেন মাঙ্গলে দম্পতি। সেই তালিকায় আমলা থেকে রাজনীতিক, রয়েছেন অনেকেই। কীভাবে প্রতারণা করতেন তাঁরা? পুলিশ সূত্রে খবর, প্রথমে টার্গেটের বেশ কিছু ভিডিও ও অডিও ক্লিপ জোগাড় করতেন তাঁরা। এর পর সেগুলিকে বিকৃত করে এমনভাবে পেশ করা হতো, যেন মনে হয় সেগুলি আসল।

রাধেশ্যামের বিরুদ্ধে অবশ্য দুর্নীতির অভিযোগ নতুন নয়। এর আগে সতীশেরই করা এক অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত চলছে তাঁর। আপাতত তিনি ছুটিতেও রয়েছেন। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত সতীশের সংগ্রহে মার্সিডিজ থেকে বিএমডব্লিউর মতো একাধিক গাড়ি রয়েছে। মুম্বাই, ঠাণেসহ দেশ-বিদেশে তাঁদের একাধিক সম্পত্তি রয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ। হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে