মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ১০:০১:৫১

পূর্ণিমার লেখা যে কবিতা পড়ে সবাই মুগ্ধ

পূর্ণিমার লেখা যে কবিতা পড়ে সবাই মুগ্ধ

বিনোদন ডেস্ক : গত ৩ নভেম্বর ফেসবুকে নিজের লেখা একটা কবিতা পোস্ট করেন পূর্ণিমা। কবিতাটির প্রথম চার লাইন ছিল- ‘অনিয়ম আমাদের নিয়ম, দুর্নীতি আমাদের নীতি/দুঃখ ঢাকি বিলাসিতায়, সুখ কেবলই স্মৃতি।’ এটি পড়ে অনেকেই উৎসাহ দিয়েছেন। কেউ কেউ নিয়মিত লেখার অনুরোধও করেছেন। সবার কমেন্টস ও লাইক দেখে পূর্ণিমা বিস্মিত, ‘ছোটবেলা থেকেই টুকটাক লিখি। কিন্তু কখনো প্রকাশ করিনি। সেদিন ফেসবুকে হঠাৎ করেই কবিতাটি পোস্ট করেছিলাম। ভাবিনি এত সাড়া পাব। এখন থেকে ভাবছি নিয়মিত লিখব। সময় ও সুযোগ হলে বই আকারেও প্রকাশ করতে পারি।’ সম্প্রতি পূর্ণিমা বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। তবে নতুন কোনো চলচ্চিত্রে এখনো চুক্তিবদ্ধ হননি বলে জানিয়েছেন। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে