বিনোদন ডেস্ক : জন্মদিনে বিদ্যা সিনহা সাহা মিমকে গাড়ি উপহার দিয়েছেন মা ছবি সাহা আর বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা। ছোট ও বড় পর্দার এই তারকার আজ জন্মদিন। এই ব্যাপারে মিম বলেন, তাঁর এবারের জন্মদিনে বড় চমক হচ্ছে মা-বাবার কাছ থেকে পাওয়া এই উপহার।
মিম আরও জানান, পার্ল-হোয়াইট রঙের হ্যারিয়ার গাড়ি তিনি হাতে পাবেন আজ শুক্রবার দুপুরে। এরপর সন্ধ্যায় গাড়ি নিয়ে আসবেন প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এবং পরে যাবেন তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে।
এই গাড়িটির বর্তমানে বাংলাদেশে বাজার মূল্য ৬৫ লক্ষ্য টাকা।
এমটিনিউজ২৪/টিটি/পিএস