বিনোদন ডেস্ক: বিদ্যা বালন বরাবরই একটু বেশি বাঙালি, কম তামিল। বলিউডে বরাবরই তাঁর অন্যরকম কদর, যা নম্বর দিয়ে মাপা যায় না। আসছে বিদ্যা বালনের ট্রেডমার্ক ছবি ‘তুমহারি সুলু’। তার আগেই তিনি নিজের গয়নার বাক্সে একটু-আধটু পরিবর্তন আনলেন।
কিনলেন এমন হিরের হার, যা মধ্যবিত্তের এক্কেবারে নাগালের মধ্যে। এতটাই কম দাম যে চাইলে আপনি এখনই কিনে নিতে পারেন। মাসের যে কোনও সময়ে! এমনকি আপনাকে এর জন্য বিশেষ কোনও বাজেট প্ল্যানিংও করতে হবে না।
আসলে, বিদ্যা বালনের মধ্যে এখনও তো সেই মধ্যবিত্ত সংস্কারবোধ লুকিয়ে আছে। তাই গয়নাপ্রস্তুতকারক সংস্থার এমন একটা উদ্যোগকে সাপোর্ট করলেন এক্কেবারে মন থেকে। সরু সোনার স্টাইলিশ চেনে ছোট্ট ডায়মন্ড পেনডেন্ট পরেছেন বিদ্যা
জানতে চান কত দাম এই সব নেকলেসগুলোর? মাত্র ৬০০০ টাকা থেকে শুরু। একটু লম্বা আর সংখ্যায় বেশি হিরে থাকলে অবশ্যই দাম বাড়তে থাকবে। তবে ২০,০০০ টাকার উপরে কখনও উঠবে না! সোনার চেয়েও হিরের নেকলেস শস্তা হচ্ছে। এত দিন ভাবতে পেরেছিলেন? এবার আর ভেবে সময় নষ্ট করবেন না!
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস