শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০২:৪১:৩০

বলিউড বাদশা শাহরুখ খানকে হেনস্থা

বলিউড বাদশা শাহরুখ খানকে হেনস্থা

বিনোদন ডেস্ক:  জন্মদিন সেলিব্রেট করতে পরিবারের সঙ্গে আলিবাগ গিয়েছিলেন বলিউড বাদশা। আর সেই যাত্রার সময়ই গেট ওয়ে অফ ইন্ডিয়ার কাছে হেনস্থা হতে হল শাহরুখকে। সৌজন্যে আলিবাগের বিধায়ক জয়ন্ত পাটিল। বাক্যবাণে এক লহমায় বলিউড বাদশাকে সিংহাসনচ্যুত করলেন তিনি। সেই ঘটনার ভিডিও প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।

জানেন সেদিন ঠিক কী ঘটেছিল?

ANI-সূত্রে খবর, ওইদিন গেট ওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন সমুদ্রসৈকতে বাঁধা ছিল শাহরুখের বিলাসবহুল ইয়ট। আর তাঁকে একটিবার দেখার জন্য উপচে পড়ছিল ভিড়। অথচ শাহরুখ তখনও তাঁর ইয়ট থেকে বের হননি। এদিকে শাহরুখের ইয়ট তটে বাঁধা থাকায়, নিজের ইয়টটি তটে বাঁধতে পারছিলেন না আলিবাগের বিধায়ক জয়ন্ত পাটিল। তাঁরও মুম্বই যাওয়ার ছিল। আর এতেই মেজাজ হারান বিধায়ক।  

শাহরুখকে উদ্দেশ্য করে মারাঠি ভাষায় পাটিল বলেন, ''আপনি সুপারস্টার হতে পারেন, তাবলে গোটা আলিবাগকে কিনে রেখেছেন নাকি? আপনাকে আলিবাগে আসতে গেলে আমার অনুমতি নিতে হবে।''-জিনিউজ
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে