বিনোদন ডেস্ক : হতে পারেন তিনি বলিউড বাদশা, রোম্যান্স কিং তবে মানুষ তো বটে। আর ভুল তো মানুষ মাত্রেই হয়ে থাকে। তবে সোশ্যাল মিডিয়ার বিপ্লব যেভাবে ঘটেছে। তাতে প্রকাশ্যে ভুল করলেই খবরের শিরোনাম হতে বাধ্য। এমনটাই হয়েছে শাহরুখ খানের ক্ষেত্রেও। কী এমন করলেন বলিউডের ‘রইস’?
ঘটনার সূত্রপাত হয় ২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‘দিদি’র আবদারে উৎসবে বাদশার আগমন প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের স্বভাবসিদ্ধ জাদুতে সকলের মন জয় করেছেন কিং খান। নিজেও আপ্লুত কলকাতার আতিথেয়তায়।
বিশেষ করে ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতায়। ভেবেছিলেন উৎসবের এই মুহূর্ত ভাগ করে নেবেন সোশ্যাল মিডিয়াতেও। এখানেই বাধে বিপত্তি। আসলে ছবি আপলোড করার বদলে নিজের ফোনের স্ক্রিনশট নিয়েছিলেন বলিউড বাদশা।
কিন্তু তা এডিট করার বদলে ভুল করে সরাসরি আপলোড করে দেন নিজের টুইটার প্রোফাইলে। ক্যাপশনে লেখেন, ‘কেআইএফএফ ২০১৭’-এ দারুণ আনন্দ হল। আমার কলকাতাকে খুব ভালোবাসি আর মমতাদি তো সবচেয়ে মিষ্টি।’
তবে ক্যাপশনের বদলে নেটদুনিয়ার দর্শকদের বেশি নজর ছিল এসআকে-র ছবির নিচের ছোট ছোট ছবিগুলিতে। যাতে কিং খানের ব্যক্তিগত মুহূর্তের ছবি উঠে এসেছিল। একটু খেয়াল করলেই দেখা যাবে প্রায় সবক’টি ছবি আব্রামের সঙ্গে তোলা।
যেখানে ছোট ছেলের সঙ্গে খুনসুঁটিতে মেতেছেন শাহরুখ। তাই নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কিছুক্ষণ পরই অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ছবিটি তুলে নেন কিং খান। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে তার টুইট-এর স্ক্রিনশট।
এমটিনিউজ/এসএস