মান সঙ্কটে সুইটি
বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে নির্মিতব্য নাটক ও টেলিছবি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। তার মতে, দিনদিন নাটকের মান কমে যাচ্ছে।
সুইটি বলেন, ‘উপযুক্ত চিত্রনাট্য, সীমিত বাজেট ও পরিচালকদের দ্রুত সময়ে কাজ আদায়ের প্রবণতা নাটকের মানকে আরো নিম্নগামী করছে। তাছাড়া কলকাতার চ্যানেলের প্রতি দেশীয় দর্শকদের সীমাহীন আগ্রহ তাকে বিস্মিত করেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে মানসম্পন্ন নাটক নির্মাণ করতে হবে।
তিনি আরো জানান, চিত্রনাট্যের দুর্বলতার কারণেই ইদানীং তিনি খণ্ড নাটকে অভিনয় করছেন না। তার কাছে প্রায়ই খণ্ড নাটকের প্রস্তাব আসছে। কিন্তু তার পাণ্ডুলিপি পছন্দ হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে নির্মাতাদের ফিরিয়ে দিচ্ছেন।
এ প্রসঙ্গে সুইটি বলেন, 'আমি আগের থেকে কাজের পরিমাণ অনেকে কমিয়ে দিয়েছি। এর প্রধান কারণ হচ্ছে, গল্প সংকট। আমার ক্যারিয়ারে এ যাবৎ অনেক মানসম্পন্ন নাটক ও ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছি। আমি আমার অভিনয়ের সফলতা ধরে রাখতে চাই। এ কারণে অপছন্দের গল্পের নাটকে অভিনয় করতে চাই না।'
তবে খণ্ড নাটকের প্রস্তাব ফিরিয়ে দিলেও সুইটি বর্তমানে দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। এর মধ্যে একটি 'লেক ড্রাইভ লেন'। মেজবাহ্ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। এটি এনটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে।
অন্যটি আকরাম খানের 'ঢাকা হাউস ওয়াইফ'। এ ছাড়া তিনি 'টাকা' শিরোনামে আরেকটি ধারাবাহিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মেহেদী হাসানের রচনায় এটি পরিচালনা করবেন সুমন সরকার। ২৫ নভেম্বর থেকে এর দৃশ্যধারণের কাজ শুরু হবে।
এ প্রসঙ্গে সুইটি বলেন, 'কয়েকদিন আগে আমি এর পাণ্ডুলিপি হাতে পেয়েছি। তাছাড়া নির্মাতার কাছ থেকে গল্পটির মূল অংশ শুনেছি। গল্পটি আমার ভালো লেগেছে। তাই এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।'
ছোটপর্দা থেকে কিছুটা দূরে থাকলেও সুইটি মঞ্চ নাটকে সরব রয়েছেন। 'মুক্তি' শীর্ষক মঞ্চ নাটকটিতে তিনি নিয়মিত অভিনয় করছেন। লি বেস্নসিংয়ের ইংরেজি নাটক থেকে এটি বাংলায় রূপান্তর করেছেন মিজারুল কায়েস।
এর নির্দেশনা দিচ্ছেন ত্রপা মজুমদার। সুইটি ছাড়া এ নাটকে আরো অভিনয় করেছেন-ফেরদৌসী মজুমদার, তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী প্রমুখ।
১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�