মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭, ০২:৫৪:৪৬

এবার স্টার জলসা মাতাবেন শাকিব খান

এবার স্টার জলসা মাতাবেন শাকিব খান

বিনোদন ডেস্ক: স্টার জলসায় সিরিয়ালে আসক্ত হয়ে পড়ছে সবাই। ভারতীয় এইসব চ্যানেলে সাধারণত দেখা যায় কূটবুদ্ধি শেখাচ্ছে। সংসারে কিভাবে অশান্তি সৃষ্টি করা হয় তা খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে এই চ্যানেলের সিরিয়ালে। যাইহোক এদিকে শাকিব খানের মাস্ক ছবির গান এবং মুভিটি স্টার জলসা আর জলসা মুভিজে দেখানো হবে।

শাকিব খানের ফেইসবুক ফ্যান পেইজ থেকে জানা যায়, এস ভি এফ এর ছবির গানের শুটিং এ শাকিব খান এবং সায়ন্তিকা। ২০১৮ সাল কাঁপানোর জন্য এটি নির্মাণ করা হচ্ছে । আর এই ছবিটি নির্মাণ করছেন বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক রাজিব বিশ্বাস । এই ছবির নাম ঠিক করা হয়েছে মাস্ক। তবে এটি পরে পরিবর্তন হতে পারে ।

শাকিব এর ক্যারিয়ারে আরও একটি ভাল ছবি যোগ হতে যাচ্ছে বলে রাখলাম। দেখা হবে ২০১৮ সালে। আর এই ছবির গান এবং সিনেমা স্টার জলসা এবং জলসা মুভিজ এ দেখা যাবে আশা করা হচ্ছে । আমাদের সাথেই থাকুন । শাকিব খানের সাথেই থাকুন ।শাকিব খান কে ভালবাসুন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে