বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০২:৪৭:১০

এবার জয়া আহসানের সমালোচনায় শাকিব খান!

এবার জয়া আহসানের সমালোচনায় শাকিব খান!

বিনোদন ডেস্ক : সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। ১৬ অক্টোবর ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে। মুক্তির আগে থেকেই সংবাদমাধ্যমগুলোতে জয়া আহসানকে নিয়ে চলে ব্যাপক আলোচনা। ছবি মুক্তির পর সে আলোচনা রূপ নেয় সমালোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জয়া আহসানের একটি দৃশ্য নিয়ে বেশ সমালোচনাও হয়। সোমবার এফডিসির ২ নম্বর ফ্লোরে ‘রাজনীতি’ ছবির শুটিংয়ের ফাঁকে এ নিয়ে কথা বললেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার মতে, ‘রাজকাহিনী’ ছবিতে জয়া আহসানের এমন দৃশ্যে অভিনয়ের কোনো দরকারই ছিল না। তিনি বলেন, ‘এই দৃশ্যটা জয়ার জন্য কতটা প্রাসঙ্গিক ছিল, তাও আমার কাছে পরিষ্কার না।’ শাকিব খান বলেন, ‘একটা বিষয়ে কারও কোনো সন্দেহ নেই যে, জয়া আহসান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। সামাজিকভাবেও তিনি সবার কাছে ইতিবাচক একটা ভাবমূর্তি ধরে রাখতে পেরেছেন। কিন্তু ‘রাজকাহিনী’ ছবির এই জয়া আহসান আমার কাছে একেবারেই অপরিচিত। ছবিতে এমন একটি দৃশ্যে অভিনয়ের তার কী এমন দরকার ছিল, তা আমি আসলেই বুঝতে পারিনি।’ শাকিব খান এও বলেন, ‘বিষয়টা এমন নয় যে, ‘রাজকাহিনী’ ছবির প্রধান অভিনেত্রী জয়া। এ ছবির প্রধান অভিনেত্রী কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও আছেন, ভারতের কলকাতার চলচ্চিত্রের অনেক অভিনয়শিল্পীরা। তাদেরই একজন হচ্ছেন আমাদের জয়া।’ তিনি বলেন, ‘যে জয়ার বাংলাদেশে অনেক ইতিবাচক ভাবমূর্তি, তার কিন্তু কোনোভাবেই এই ধরনের একটি ছবিতে এত ছোট চরিত্রে অভিনয় করার কোনো দরকার ছিল না।’ শাকিব আরও বলেন, ‘কলকাতা থেকে কোনো প্রস্তাব পেলেই আমাদের এখানকার অনেকের আর কোনো হুঁশ থাকে না। মনে হয়, তারা যেন বিশ্ব জয় করে ফেলেছেন! মনে মনে তারা ভাবতে থাকেন, বাহ্‌ আমি তো কলকাতায় সুযোগ পেয়ে গেলাম। খুব শিগগিরই বলিউডেও জায়গা করে নেব। আসলে কি বিষয়টা এতটাই সহজ! আমার সহকর্মী ভাই-বোনদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কাছে প্রস্তাব আসবে কিন্তু, সবার আগে নিজের হিসেব বুঝে নিয়ে তারপর কাজ করার সিদ্ধান্ত নিন।’ শাকিব বর্তমানে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। আর অন্যদিকে জয়া আহসান ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পুত্র’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।-প্রথম আলো ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে