রেহেনা আক্তার রেখা: অপু আর শাকিব খানের বিচ্ছেদের গুঞ্জণ ছড়িয়ে পড়েছে সারাদেশে। সংবাদপত্রের পাতা খুললেই দেখা যাচ্ছে শাকিব -অপুর বিচ্ছেদের খবরা খবর নিয়ে কোন না কোন নিউজ হাই লাইট করতে। শুধু সংবাদ পত্রের পাতা নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে শুরু হয়েছে আলোচনা আর সমালোচনার ঝড়। এদিকে শাকিব খানের ফেসবুক ফ্যান পেইজে এই নিয়ে অনেক কথা লিখছে।
আজকে শাকিব খানের এক ভক্ত শাকিব খানের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজে অপু বিশ্বাসের সমালোচনা করে লিখেছেন, শাকিব ভক্তদের পড়ার অনুরোধ বর্তমানে হেটাররা অপু ও বুবলি বিষয়ে বিভিন্ন যুক্তি দেখিয়ে শাকিব ভক্তদের মাঝে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এই হেটারদের মধ্যে কিছু নামধারী শাকিব ভক্ত আছে, যারা শাকিবের জনপ্রিয়তা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। শাকিব ভক্তদের কাছে আমার অনুরোধ, আপনারা যেন তাদের ফাঁদে পা না দাও।
আর একটি কথা না বললেই নয়, আসলে অপুর কোন ভক্ত নেই।যারা আছে তারা শাকিব খানের জাত হেটার। এদের উদ্দেশ্য শাকিব ভক্তদের দুই ভাগ করে দেওয়া ।এতে ভাই শাকিবের অনেক ক্ষতি হবে। তাই আপনাদের কাছে অনুরোধ আসুন আমরা সবাই এক হয়ে যাই এবং শাকিব খানকে সাপোর্ট দেই।
এমটিনিউজ২৪/টিটি/পিএস