রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ১০:২২:৪১

সুন্দরী প্রতিযোগীতায় প্রতিনিধিত্বকারী জেসিয়া ইসলামের অবস্থান কততে ছিল?

সুন্দরী প্রতিযোগীতায় প্রতিনিধিত্বকারী জেসিয়া ইসলামের অবস্থান কততে ছিল?

বিনোদন ডেস্ক : ভারতের হরিয়ানার মানুসি ছিল্লার এবারের ৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’প্রতিযোগিতায় বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন।  নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।  প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন মেক্সিকোর আন্দ্রে মেজা এবং দ্বিতীয় রানারআপ হন ইংল্যান্ডের স্টিফেনি হিল।

অন্যদিকে, প্রতিযোগিতার ‘ফাইনাল ফোর্টি’ রাউন্ড থেকে বাদ পড়ে যান বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জেসিয়া ইসলাম।  দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আজ রবিবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন পুরান ঢাকার এই তরুণী।  তবে মূল প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেও শনিবার সন্ধ্যায় চীনের সানাইয়া শহরে আয়োজিত মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে