সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০৪:২৩:৩০

টেলিভিশনে মেয়ের লাগামছাড়া ঘনিষ্ঠতা দেখে এ কী হাল তার বাবার?

টেলিভিশনে মেয়ের লাগামছাড়া ঘনিষ্ঠতা দেখে এ কী হাল তার বাবার?

বিনোদন ডেস্ক : সালমানের পরামর্শেও কর্ণপাত করেননি দুজনে। তার ফল হাতেনাতে পেলেন বিগ বস ১১-এর প্রতিযোগী বন্দগী কালরা। আরেক প্রতিযোগী পুনিশ শর্মার সঙ্গে তার লাগামছাড়া ঘনিষ্ঠতা টিভির পর্দায় দেখে সহ্য করতে পারেননি বন্দগীর বাবা।

মেয়ের প্রেমকাহিনি দেখে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শুধু তাই নয়, মুম্বাইয়ে যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন বন্দগী সেখান থেকেও তাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির মালিক। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। সবমিলিয়ে জোড়া বিপাকে বিগ ঘরের বাসিন্দা এই উঠতি মডেল।

সম্প্রতি, কালার্স টিভিতে সম্প্রচারিত ‘বিগ বস ১১’-য় দেখা যাচ্ছে, সহ-প্রতিযোগী পুনিশ শর্মার সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ হচ্ছেন পাঞ্জাবের এক ছোট শহরের মেয়ে বন্দগী। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে নিজের প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।

এবার বিগ ঘরে পুনিশের সঙ্গে তার ঘনিষ্ঠতা পছন্দ হয়নি অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের। কিছুদিন আগে টিভির পর্দায় দুজনকেই সাবধানও করেছিলেন তিনি। কারণ, টিভির মাধ্যমে গোটা দেশ তাদের দেখছে। এমনকী তাদের পরিবারও। কিন্তু তাতে থোড়াই কেয়ার বন্দগী ও পুনিশের।

অনেকেই বলছেন, সস্তা প্রচারের লোভে এরা এমন করেই থাকে। কিন্তু পরিবারের কথা মাথায় না রেখে এমন কান্ড, তাও আবার গোটা দেশের দর্শকদের সামনে। মেয়ের এমন কীর্তিতে পাঞ্জাবে বসে সমাজের কাছেই ছোট হয়ে গিয়েছেন বন্দগীর বাবা।

মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে বন্দগী এমনটা করবেন ভাবতে পারেননি তার বাবা। মেয়ের ঘনিষ্ঠ মূহূর্তগুলি এখন ওই এলাকায় মুখরোচক বিষয় হয়ে দাঁড়িয়েছে। লোকজনের প্রশ্নের মুখ থেকে বাঁচতে বাড়ি থেকেই বেরোচ্ছিলেন না বন্দগীর বাবা। তারপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

অন্যদিকে, মুম্বাইয়ে বন্দগীকে বাড়িছাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্ল্যাট মালিক। বিগ বসের ঘরে থাকার সুবাদে বাইরের খবরগুলি হয়তো পাবেন না বন্দগী। কিন্তু সালমানের কথা অমান্য করে দর্শকদের সামনে নিজের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন রাখতে পারবেন কিনা তা সময়ই বলবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে