সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ১০:২১:৪৭

‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার পর মানুষী কী কী পাচ্ছেন জানেন?

‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার পর মানুষী কী কী পাচ্ছেন জানেন?

বিনোদন ডেস্ক : চলতি বছরে মিস ওয়ার্ল্ড হলেন ভারতের মানসী ছিল্লর। ২১ বছরের হরিয়ানার মেয়ে ৪০ তম স্থান থেকে উঠে আসেন পঞ্চদশ স্থানে। তখনই আশা জেগেছিল, মিস ওয়ার্ল্ডের মুকুট চলেছে তার মাথায়।     

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০৮ জন মহিলা অংশ নিয়েছিলেন সৌন্দর্যের প্রতিযোগিতায়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭ তম সং বছরের ইতিহাসে মানসী ছয় নম্বর ভারতীয় হিসেবে জিতলেন।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে চীনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চীনের সানাইয়া সিটি এরেনায় মানসীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী ভারতের স্টেফানি দেল ভালে।

মানসী ১৯৯৭ সালের ১৪ মে দিল্লিতে এক চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট থমাস স্কুলের ছাত্রী মানসীর বাবা ও মা দুজনেই পেশায় চিকিৎসক। মানসী নিজেও মেডিকেলের ছাত্রী। কিন্তু সুন্দরীদের প্রতিযোগিতায় তার বরাবরের নাম ডাক।

২০১৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন এই সুন্দরী। আর এবারে পেলেন বিশ্বের সেরা সম্মান। এই নিয়ে ষষ্ঠবার কোনও ভারতীয় সুন্দরীর হাতে এই খেতাব এসে পৌঁছে গেল। 

এবারের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল চীনের এরেনায় শহরে। চূড়ান্ত তালিকায় থেকে এক এক করে সেরা ৪০ হয়ে এই ঘোষণার ঘণ্টাখানেক আগে সেরা পাঁচের তালিকায় উঠে আসেন মানসী। তারপর থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করে তিনি। এরপরেই আসে সুখবর, মাথায় ওঠে বিশ্ব সুন্দরীর মুকুট।

মানুষী পাচ্ছেন বিশ্বের সেরা জুয়েলারি ব্র্যান্ডের অলঙ্কার। আগামী এক বছর বিশ্ব ভ্রমণ করার সুযোগ পাবেন।
এ ছাড়া বিশ্বের তাবড় ফ্যাশন ডিজাইনারের ডিজাইন করা পোশাকও পাচ্ছেন তিনি। যে কসমেটিক ব্র্যান্ড বিশ্বসুন্দরী ২০১৭ প্রতিযোগিতার স্পনসর, তাদের তরফে গোটা এক বছর ধরে প্রসাধন সামগ্রীও পাবেন তিনি।

এ ছাড়া বিশ্ব জুড়ে সমাজসেবামূলক কাজ করার সময় তিনি সেখান থেকে সাম্মানিক অর্থও পাবেন।
শোনা যাচ্ছে মানুষী ছিল্লর এই খেতাব জয়ের জন্য কুড়ি হাজার মার্কিন ডলার পাচ্ছেন। তবে এই পুরস্কার অঙ্কটি নিয়ে বিতর্ক রয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে