সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ১১:৩০:৩১

মিস ওয়াল্ডের পর এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাচ্ছেন যে ভারতীয় সুন্দরী

মিস ওয়াল্ডের পর এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাচ্ছেন যে ভারতীয় সুন্দরী

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে নিয়েছেন এক ভারতীয়। মানুষি চিল্লারের সাফল্যে গর্বিত ভারত। এবার অপেক্ষা মিস ইউনিভার্সের। সেখানেও রয়েছেন একজন ভারতীয় প্রতিনিধি। আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’।

আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এবছরের বিজয়ীকে মুকুট তুলে দেবেন গত বছরের মিস ইউনিভার্স ফ্রান্সের ইরিশ মিত্তিনেয়ার। এর আগে ভারতীয় হিসেবে সুস্মিতা সেন ও লারা দত্ত এই খেতাব পেয়েছেন। এবারও কি তবে ভারতীয়ের মাথাতেই উঠবে মুকুট? চিনে নিন ২০১৭-র ভারতীয় প্রতিনিধি শ্রদ্ধা শশীধরনকে।

এবছরেই ইয়ামাহা ফ্যাসিনো মিস দিভা, ২০১৭ খেতাব ছিনিয়ে নিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, এভাবে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য। পরিবারের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শ্রদ্ধা জানান, যেদিন খেতাব জিতেছিলেন সেদিন তার বাবা-মায়ের চোখে জল এসে গিয়েছিল। এমনকি, দ্বাদশ শ্রেণিতে প্রথম হওয়ার পর তার বাবা-মায়ের এই আবেগ দেখা যায়নি।

চেন্নাইয়ের বাসিন্দা শ্রদ্ধা। নাসিকের আর্মি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। পরে মুম্বইয়ের সোফিয়া কলেজ থেকে মাস মিডিয়া নিয়ে পড়াশোনা করেন। এর আগে Miss TGPC (The Great Pageant Community) South 2017 খেতাব পান তিনি। ১৯৯৬-এর ৩ সেপ্টেম্বর তাঁর জন্ম। ২১ বছরের এই সুন্দরী একইসঙ্গেই বুদ্ধিমত্তারও পরিচয় দেন। খেলাধুলোতেও তাঁর আগ্রহ প্রবল। রাজ্যস্তরে বাসকেট বল খেলেছেন তিনি।

এছাড়া অ্যাডভেঞ্চার ও গানও ভালোবাসেন। ‘লা চ্যারিটেবল ট্রাস্ট’-এ তিব্বতি শরণার্থীদের পড়িয়েছেন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে ৭১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতায় নামবেন তিনি। ভারতেই যেন এই খেতাবও আসে, সেই আশাতেই রয়েছেন ভারতবাসী।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে