এক্সক্লুসিভ ডেস্ক : আর পাঁচটা সাধারণ মেয়ের মতো ছোটবেলা থেকে পড়াশোনাই ধ্যানজ্ঞান ছিল ভারতের হরিয়ানার মানুসী ছিল্লরের। ডাক্তার বাবা, মায়ের মেয়ে মানুষীও স্বপ্ন দেখতেন বড় হয়ে ডাক্তার হওয়ার।
এগোচ্ছিলেনও সেই লক্ষ্যেই। ২০১৫ সালে স্কুলের পাঠ শেষ করে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া মানুসী ছিলেন যাকে ইংরেজিতে বলে 'কমপ্লিট নার্ড।'
ভগত ফুল সিং মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের মানুষী তখন সদ্য কৈশোর পেরানো রোগা, পাতলা এক মেয়ে। চুল টেনে বাঁধা, চোখে বড় চশমা। একেবারেই পড়ুয়া চেহারা। সে সময় একটি ভিডিও শুট করেছিলেন মানুসী।
মিস ওয়ার্ল্ড হওয়ার পর মেডিক্যাল কলেজের প্রথম দিকের সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। দু'বছর পর মিস ওয়ার্ল্ডের মঞ্চের গ্ল্যামারাস মানুসীর সঙ্গে যার প্রায় কোনও মিলই নেই।
কী ভাবে নিজেকে বদলে ফেললেন মানুসী? এর পিছনে রয়েছে কঠোর অধ্যাবসায় আর পরিশ্রমের গল্প। যার প্রতিফলন দেখা গিয়েছে ১৮ নভেম্বর, ২০১৭ আন্তর্জাতিক মঞ্চে।
এমটিনিউজ/এসএস